Monday, December 03, 2018

নিজের জন্য ।



★জীবনের মূল্যবান সময়টুকু ,মূল্যহীন ভাবে কাটিয়েছি ।



মাঝে মাঝে নিজেরা নিজেদের ট্রিট দিতে হয় নিজেদের কারনে। নিজেদের জন্য একটু হলেও হাসতে হয় নিজেদের ঠিক রাখার জন্য। ব্যস্ত পৃথিবীর স্বার্থপর চারিদিক হয়তো আমাদের নিজেদের কাছ থেকে দূরে টেনে নিয়ে যায় নানা কারনে। কেউ হয়তো সকাল- সন্ধ্যা অবিরাম যুদ্ধ করি জীবিকা নির্বাহের জন্য, কেউ বা আবার ২৪
ঘন্টা চেষ্টা করি নিজের ডুবন্ত ব্যবসাকে একটু উঠানোর, কারও হয়তো আছে নানা পারিবারিক
সমস্যা - কলহ, কেউ বা আবার দুরু দুরু বুকে সকালে বায়োডাটার ফাইলটা নিয়ে বের হই -
হয়তো আজ চাকরীটা হবে । আবার কেউ অপেক্ষা করে বসে থাকি মোবাইল ফোনের
দিকে তাকিয়ে হয়তো কখন সেই মানুষটা ফোন
দিবে একবারের জন্য হলেও। কারও অনেক
হতাশা থাকে নিজের বাবা- মায়ের জন্য কিছু
করতে না পারার কষ্ঠে, আবার কেউ কেউ পৃথিবীর অপর পারে চলে যাওয়া বাবা- মায়ের
ছবি নিয়ে বসে থাকি আর ভাবি - ইশশ তারা যদি আজ থাকতো! কেউ আবার পড়ালেখার টেনশনে, পাশ করব কিনা সেই চিন্তায় থাকি আবার কেউ কেউ পড়ালেখা করে কি হবে সেটাই ভাবতে থাকি। জীবন যেন প্রতিটা মূহুর্তের একটি যুদ্ধ। প্রতিটি সেকেন্ড যেন উত্কন্ঠা আর বাস্তবতার
নিজেকে টিকিয়ে রাখার একটি গল্প।
যেখানে ঠাই নেই এক চিলতে হাসির, যেখানে ঠাই নেই একটু ভাল লাগার। কিন্ত তবুও, পরের
আরেকটি দিনের শুরুর জন্য আমরা অপেক্ষা করি অধীর আগ্রহে - একটাই কারন - হয়তো পরের দিনটা হবে একটু অন্যরকম। অন্তত এই আশায়, নিজের জন্য, শুধু মাত্র নিজের জন্য, এক
কোনায়, গোপনে এক চিলতে হাসি অনেক গুরুত্বপূর্ণ। সারাদিনই তো নিজেদের
উপর অনেক অত্যাচার করি কিন্তু তারপরেও
বেচে থাকি কারন জানি আগামীকাল কিন্তু
আরেকটি দিন আছে আর সেই দিনটি হতে পারে নিজের। তাই, যখনই সময় হবে, যখনই, ঘরের
এক কোনে বসে, ১ মিনিটের জন্য নিজেকে সবকিছু থেকে দূরে নিয়ে, নিজেকে নিজে এক
চিলতে হাসি উপহার দিবেন। কারন এটি আপনার অধিকার। নিজের জন্য অন্তত আমরা এতটুকু করতে পারি। কারন, পরের দিনের যুদ্ধের জন্য এর
চাইতে বড় ইন্সপিরেশন আর কিছুই হতে পারে না।





● ই ন জা মা ম

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...