Thursday, December 06, 2018

ভালো থাকুন, সুখী পরিবার নিয়ে ।

আপনার মনের ভিতর কম্পাস দিয়ে একটা বৃত্ত আকুঁন। এবার খুব ভালভাবে চিন্তা করে দেখুন, বৃত্তের ভিতরে কারা কারা জায়গা পেয়েছে।

... এরাই আপনার আপনজন। এরাই আপনার কাছের মানুষ। জগতের সবাইকে খুশি রাখার দরকার নেই, জগতের সবার মন রক্ষা করেও চলতে পারবেন না। বৃত্তের ভিতরের মানুষগুলোকে খুশি রাখলেই, আপনার জগত সুখে ভরে উঠবে।

... জগতের সকলের সমালোচনা গ্রাহ্য করার প্রয়োজন নেই, সকলের সমালোচনা করাও প্রয়োজন নেই।প্রতিটি পদক্ষেপ দেখে বুঝে নিন ,নিজের জ্ঞানের পরিধি বিস্তৃত করুন । বৃত্তের ভিতরের মানুষ গুলোর চাওয়াকেও গুরুত্ব দিন। এদের সমালোচনা মনযোগ দিয়ে শুনুন, পরামর্শগুলো গ্রহন করুন।।

... বৃত্তের ভিতরে সেই মানুষগুলোকেই রাখবেন, যাদের চিন্তাধারা আপনার সাথে মিলে।যা আপনার এগিয়ে যাওয়াকে আরো সাফল্যমন্ডিত করবে এবং আপনি মুখ ফুটে বলার আগেই বুঝে ফেলে, আপনার মন ভালো নাকি খারাপ!!

... কিন্তু আমরা বেশিরভাগ সময়েই বৃত্তের ব্যাসার্ধের মাপ সঠিক ভাবে নিতে পারি না। তাই হয়তো কখনো মনের বৃত্তটি বড় হয়ে অযাচিত কিছু মানুষ আমাদের লাইফে ঢুকে পড়ে কিংবা বৃত্ত ছোট হয়ে খুব প্রিয় কাউকে হারিয়ে ফেলি।।

বৃত্তটা যারা ভালভাবে আকঁতে পারে, তারাই দিন শেষে সুখী মানুষের ট্যাগ গায়ে লাগাতে পারে।  🙂


( ভালো থাকুন ,সুস্থ থাকুন সুখী পরিবার নিয়ে । ) 






● ইনজামাম 

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...