Sunday, February 11, 2018

স্কুল-এর সেই দিনগুলো

..✍ ইনজামাম



ভাবতাম, স্কুল পেরিয়ে কবে কলেজ যাবো
থাকবেনা বাঁধন, স্বাধীন ভাবে বাঁচবো
হবে কতো বন্ধু -বান্ধব আর প্রেম
এখন বুঝি সব ক্ষণিকের, নিছক এক fame
আজ স্মৃতির পাতায় বয়ে চলি,হারানো মুহূর্তগুলি
উফ্‌ ! কি করে ভুলি বল স্কুলের সেই দিনগুলি?

তোদের সাথেই যত ঝগড়া,আবার তোদের সাথেই ভাব
এখন জীবন ভাঙা- গড়া আর সময়ের অভাব
অনেক বন্ধু এসেছে,অনেক বন্ধু গেছে...
তোদের কথা ভাবতেই চোখের জল ভেসেছে
মনে পরে ক্লাসরুম -এ  পিকনিক-এর আয়োজনগুলি
আলুকাবড়ি,ঝালমুড়ি, সাথে ছিলও মস্ত গল্পের ঝুলি
উফ্‌ ! কি করে ভুলি বল স্কুলের সেই দিনগুলি?

ছোটো ছোটো ক্লাসরুম আর দুটো মণিটার
Teachers ভরা staff room আর  অজস্র care..আশেদা বুবুর ঘণ্টায় শুরু হতো প্রার্থনা
সারি শেষে আমাদের কতো সে জল্পনা
উফ্‌ ! স্কুলের সেই দিনগুলি কি করে ভুলি বল?

ইতিহাসের duster, উড়ে পরে ঠাস্‌ ঠাস্‌
কম্পিউটার-এর মাস্টার, দেখে মন হাস্‌ ফাঁশ
আজও কানে বাজে ছুটির ঘণ্টাগুলি
উফ্‌ ! কি করে ভুলি বল স্কুলের সেই দিনগুলি?

ঘুগনি, পরোটা, আইসক্রিম,ফুচকা, সব কিছুর বসতো মেলা /যখন হতো টিফিন বেলা
স্কুল গেট টা থাকতো ভিড়ে, ভাবি আমি অবসরে
বেঞ্চে বসে ফাজলামি, ব্ল্যাক বোর্ডেতে দুষ্টামি
কেটে গেছে সব বছর যেতে না যেতে /তাই আজ চাই, সেই স্কুল জীবন ফিরে পেতে
আজ সব পেরিয়ে family  চাপ পড়েছে জীবনে  ... হারিয়ে গেছে একসাথে থাকার শপথগুলি
উফ্‌ ! কি করে ভুলি বল স্কুলের সেই দিনগুলি?


School mai jinkay saath jhagartay thay....
Aaj unko hy INTERNET pe talaashay hain ,
Khushi kis mai hoti hai . Ye pata ab chala hai .
Bachpan kya tha , Iska ehsaas ab hua hai ....😢

আগের বন্ধুরা একসাথ হয়ে প্ল্যান করতাম ....
R,
   এখন বন্ধুরা একসাথে হওয়ার জন্য আগে থেকেই প্ল্যান করতে হয় ,,,
     আজ হয়তো আমরা সকলেই নিজে কে নিয়েই  বেস্ত ।
কিন্তু আগের মতোই তোদের ভালোবাসি ।
তোদের খুব miss করি রে । ........😭😭

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...