Saturday, January 06, 2018

চেনা শহরে অচেনা আমি

বহুদিন পর চেনা শহরে অচেনা আমি—একা একা শহর দেখছি। সহসা বুকে এমন শূন্যতা হয় না, জানো? সমস্ত শহর আমার চেনা।

সেই একই পথ, একই বাহন— একইভাবে দাঁড়িয়ে আছে রাস্তার দু’পাশের গাছপালাগুলো।

 কী মায়াময় প্রকৃতি—  কৃষ্ণচূড়ার রঙে শহর সেজেছে আজ।কোথাও কোথাও বদলেছে ইট-পাথরের দেয়াল, তবু এ শহর একই আছে।

বাতাসে ভেসে বেড়ায় তোমার সুবাস— ভিন্ন শহরে তুমি দু’জন- দু’প্রান্তে ছুটে চলেছি একা...

একই আত্মার মিলন, একই হৃদস্পন্দন,এক আকাশের নিচেই বসবাস—তবু কেউ কারও নই।

 

 

 

 

 

 

 

 By,

   Injamam ull

   Bangalore

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...