Saturday, December 01, 2018

নিঝুম রাত ।


রাত ১:৩১
শহর ঘুমায় । এর মাঝেও জেগে থাকে কিছু মানুষ !! কেউ বিছানায় এপাশ ওপাশ
করে । কারো প্রেমিকার বিয়ে রাত ফুরোলেই জানি না তাদের কষ্টটা কতটা ভয়ঙ্কর । খুব পরিচিত একটি নাম্বারে ফোন দিলেই "ওয়েটিং" দেখে উত্তেজনায় কাপছে কেউ কেউ বারবার একটি নাম্বারে কল দিতে গিয়েও কেটে দিচ্ছে লাইন । জানে, ওপাশেও কেউ একজন হইত একই কাজ করছে । তবুও এক অজানা বাধা । কেউ
কেউ স্বপ্ন সাজাচ্ছে ,স্বপ্নের বিকিকিনি চলছে মোবাইল ফোনে । খানিকটা ভারি দীর্ঘ নিঃশ্বাসে আদান প্রদান । কখনও সব স্থবির । কারো হয়ত সুখের স্মৃতি গুলো পুরে ছাই করে দিচ্ছে । কেউবা কষ্ট গুলোকে উড়িয়ে দিচ্ছে বাতাসে । বিছানায় উপুর হয়ে কেউবা ভারি করে তুলছে বালিশের
তুলাগুলো । জীবন যুদ্ধে বারবার
লেং খাওয়া মানুষগুলোর রাতে ঘুম হয় না । তারা বিছানায় শুয়ে শুয়ে ঘরের
সিলিং দেখে ... দীর্ঘশাস ছাড়ে , চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পরে । কিন্তু আমার মত কিছু মানুষ জেগে আছে , নিছক জেগে থাকার নেশায় ।
এরা ঘুমকে চোখে লালন করে বশ করেছে দিনের
পর দিন। নেশার আনন্দ অন্যরকম । নির্ঘুম থাকার
নেশা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর নেশা ।

✍ ইনজামাম

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...