Sunday, November 04, 2018

অভিমানের ভাষা বুঝে নিতে হয় ।

সম্পর্ক গুলোকে বুঝতে হলে মানুষটার
অভিমানের ভাষা গুলো বুঝতে হবে।কেউ
যদি রাতে না খেয়ে বলে খিদে নেই
তাহলে নিজে একা খেয়ে বাতি বন্ধ করে
ঘুমিয়ে যাবার অর্থ হল তুমি তার
অভিমানের ভাষা বোঝো না।
সে হয়ত ভেবেছিল , তার খিদে নেই শুনে
তুমি তার প্রতি একটু মনোযোগী হবে।সে
হয়ত চেয়েছিল আজ তুমি তাকে নিজ হাতে
খাইয়ে দিবে।
সে এমন ভাবে বলেছে ' আমি তোমাকে
বুঝতে চাই' যার সারমর্ম হল ,সে আসলে
তোমাকে বুঝতে চায় না।
প্রতিউত্তরে তুমি অসংখ্যবার বলে গেছো, '
তুমি তাকে বুঝতে চাও না'
এই যে তুমি তাকে বুঝতে চাও না,ব্যাকটির
শেষ শব্দের এই ' না' টা সে আসলেই বুঝে
উঠতে পারেনি।সে জানলোই না, এই ' না'
এর ভেতরে কত লাইন অভিমান আর আক্ষেপ
ছিল।
তোমাকে একটু খেয়াল রাখতে হবে তোমার
কতটুকু সে মেনে নিয়েছে আর কতটুকু মন
থেকে নিয়েছে।মেনে নিতে নিতে এক
সময় দেখবে মানুষটা শুধুই মেনে নিচ্ছে , এর
হৃদয়ে আর কোন 'মন' অবশিষ্ট নেই।
সম্পর্কে যাবার আগে তুমি হয়ত একটা
মোহে ছিলে, তার সব কিছুই ভাললাগা
টাইপ একটা ঐশ্বরিক ব্যাপার।সম্পর্কে
আসার আগে তোমাকে এইটুকু পার্থক্য
বুঝতেই হবে, প্রেম এবং ভালোবাসা এক
জিনিস না।
প্রেম অনেকটা চঞ্চল প্রকৃতির।একটা
সাদামাটা গানের লাইনে হেলুসিনেশন
চলে আসে।প্রেমের রসয়ানে পাগলামি
আছে।একটা পাগল মানুষের ভেতরে ঢুকে
মানুষটাকে দিয়ে সারারাত প্রিয়তমার
বাসার সামনে দাড় করিয়ে রাখে।
সব থেকে সাংঘাতিক ব্যাপার হল , প্রেম
অনেক সময় ভালো না বাসলেও
ভালোবাসার চেষ্টা করে !
ভালোবাসা স্থির।সে মানুষটার সমস্ত
দায়িত্ব কাধে তুলে নেয়।সে টিনএইজের
প্রথম প্রেমের মত পাগলামি করে না ;তবে
সে পাগলের মতই ভালোবাসে।
' আমি তোমাকে ভালোবাসি' এটা আসলে
বলবার বিষয় না।ভন্ড এবং প্রতারকরাও
বলে, বরংচ বেশিই বলে।এটা করে দেখাতে
হয়।

সম্পর্ক গুলো কেমন হবার কথা ছিল সেটা
আমাদের হাত, পা , চোখের দিকে
তাকালেই আঁচ করা যায়।
তোমার একটা চোখ যদি অন্ধ হয়ে যায়
পাশের চোখটিকে দেখবে একাই সব দৃশ্য
দেখার দায়িত্ব কাধে পেতে নিবে।
তোমার একটা হাত অকেজো হয়ে গেলে
পাশের হাতটা একাই দুটা হাতের কাজ
চালিয়ে নিবে।
তোমার একটা পা পঙ্গু হলেও অন্য পাশের
পা' টি একাই সমস্ত শরীরের ভার নিয়ে
সামনে এগোবে।
আছে নাকি এরকম কোন মানুষ ?
.
লিখাঃ জুনাইদ ইভান
পোস্ট ◆ ইনজামাম

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...