Saturday, November 03, 2018

জীবনসঙ্গী ।

জীবনের কিছু কিছু বিশেষ
মুহুর্তে প্রিয় মানুষটির কাছে
থাকা খুব দরকার হয়ে পরে।। 
মানুষটি পাশে থাকলে
মুহুর্তটি হয় স্মরণীয়,,
আর পাশে না থাকলে
হয় দুঃসহ।। 
কারন আমাদের চোখ
সবসময়ই প্রিয়মানুষটিকে
খোঁজে,,
আর মন সবসময় তাকেই পাশে
দেখতে চায়।।
অনেক স্বপ্ন নিয়ে জীবনসঙ্গীর সাথে  সারাজীবনের পথ চলা শপথ নিয়ে, পরিস্তিতি সমুখে পরে যখন  দুজন দুজনকে ছেয়ে চলে যায় । সময় নিচয় একদিন মনে করে দিবে , ভুলটা কোথায় । 
     জীবন থেকে  খুব কাছের মানুষটা , দূরে সরিয়ে যায়। কিন্তু হৃদয়ের থেকে যায় জীবনের প্রথম ভালোবাসার ছোঁয়া ,হাজার স্বপ্ন নিয়ে ঘর সাজানোর কথা ,জীবনের প্রথম পথ চলার শপথ ।
( হয়তো আমাকে অনেক ই প্রশ্ন করবেন ?,এমন পিস্টটি করার জন্য । কারণ আমি অবিবাহিত ।)
■**বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ।




আমার মতে
ফ্যামিলি-ভালোবাসা দুইটার মধ্যে একটাকে বাছাই করতে হবে এমন পরিস্থিতি জীবনে আসতে না দেওয়াটাই বেটার!!
কারণ
ফ্যামিলি আপনাকে বড় করেছে,নিজের পায়ে দাঁড়ানোর যোগ্য করে তুলেছে, মানুষ হওয়ার উৎকৃষ্ট সময়গুলো আপনি পরিবারের সাথে কাটিয়েছেন
আবার
আপনি এখন কাউকে ভালোবাসেন, তার সাথে বাকিটা জীবন কাটাতে চান, পরিবারের পর তাকে প্রাধান্য দিতে চান
অনেকদূর এগুনোর পর
যখন আপনি দেখবেন আপনার যেকোনো ১টাকে বাছাই করতে হবে
নিঃসন্দেহে আপনি বিপাকে পরে যাবেন
তাই
যখন আপনি কোনো সম্পর্কে আবদ্ধ হবেন তার আগে পরিবারের সাথে ব্যাপারটা খুলে বলুন
আপনি তাদের সন্তান,আপনাকে নিয়ে তাদের নানা স্বপ্ন থাকবে
এখন যখন আপনি কাউকে নিয়ে স্বপ্ন দেখতে চান, সে স্বপ্ন বাস্তবায়ন করতে আপনার পরিবারের সম্মতি দরকার!!
যখন আপনি আপনার পরিবারের সামনে আপনার ডিসিশন তুলে ধরবেন এবং
বলবেন আপনি তাদের সম্মতি চান
তারা কিছু সময়ের জন্য হলেও চিন্তা করবেন যে তাদের সন্তান তাদের কথা চিন্তা করেছে, তাদের প্রায়োরিটি দিয়েছে
চাইলে আপনি আপনার ইচ্ছামত করতে পারতেন
কিন্তু আপনি করেন নি
তখন আপনার ডিসিশনকে তারাও অনেকাংশ প্রাধান্য দিবেন
আপনি ফিউচারে কষ্ট পাওয়া থেকেও বেঁচে যাবেন
যদি আপনি
নিজ থেকে হুট করে ডিসিশন নিয়ে অনেকদূর এগিয়ে যান এবং পরবর্তীতে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট না করে
তখন আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার কি করা প্রয়োজন
ফ্যামিলি ছেড়েও যেতে পারবেন না যাকে ভালোবাসেন তাকেও ছাড়া পসিবল না
মা-বাবার দোয়া খুব ইম্পরট্যান্ট আমাদের জীবনে
তাদের কষ্ট দিয়ে আমরা কখনওই ভালো থাকতে পারব না
অন্যদিকে
কারো মন ভেঙে তার অভিশাপের বোঝা সারাজীবন বয়ে যাওয়া ইম্পসিবল
মানুষ বলে...
দুই নৌকায় পা দিয়ে চলা যায় না
কিন্তু এক নৌকায় আপনার পরিবার, অন্যটিতে আপনার প্রিয়মানুষটা থাকে
তারা আপনাকে হেরে যেতে দিবেন না,আপনার হাত ধরেই পথ চলবেন
জীবনতো তখন সুন্দর যখন আপনি আপনার পাশে তাদের পাবেন যাদের আপনি ভালোবাসেন...
.
ভালো থাকুক
সবার পরিবার আর প্রিয়মানুষরা.....


●ইনজামাম 

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...