Thursday, June 14, 2018

প্রবাস জীবনের গল্প,একটি ব্যর্থ জীবনের কথা ।

★প্রবাস জীবনের গল্প ,একটা ব্যর্থ জীবনের কথা।

জীবনের তাগিদে আমার দেশ থেকে বিদেশে যে সকল বন্ধুরা আছে । সুখের আশায় একটু ভালো থাকার আশায়।

কিন্তু জীবনে সুখ কিনতে কিনতে প্রবাসীরা জীবনের সুখটা ই যে বিক্রি করে দেয় প্রবাস নামের বাজারে"

অনেক সুখের আশায় পরিবার পরিজন ছেড়ে যেতে হয় প্রবাসে। শুধু আপন জনের মুখে একটু হাসি এনে দিতে। কিন্তু প্রবাসি ভাইরা কি সুখি?

হাজার কষ্টের মাঝে জীবনের সুখ দুঃখ বিসর্জন দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিতে হয় প্রবাসে। সকাল থেকে রাত পর্যন্ত কাজের তাগিদে ছুটে চলা।

ঈদ মানেই সুখ, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই অনাবিল ভালবাসা।কিন্তু প্রবাসীদের জন্য ঈদ মানে বেদনা, ঈদ মানে যন্ত্রণা, ঈদ মানে প্রিয়জনকে কাছে পাওয়ার আকুতি।ঈদ মানে মনে শত কষ্ট নিয়েও বলা,  “হ্যা, আমি ভাল আছি।”

এইবার আবার হুট করে বছর না ঘুরতেই কোনদিকে ঈদ চলে আসল।আহারে ঈদ, কোথায় গেল ঈদের শপিং?কোথায় গেল ঈদের সেমাই?ঈদের আমেজ তো দূরের কথা, এখন কেউ ঈদের কথা বললেই মনে হয় যেন টিটকারি মারতেছে।

জানি না, এভাবে প্রিয়জন হারা জীবন থেকে আরও কত ঈদ চলে যাবে?তবে ভাল থাকিস/থাকো প্রিয়জনবিহীন সারা বিশ্বের সকল প্রবাসীরা, ভাল কাটুক তোমাদের /তোদের পরিবার পরিজন ছাড়া ঈদ।এই প্রত্যাশাই রইল সবার প্রতি।
   
 (পশ্চিমাদেশে যে সকল বন্ধুরা আছিস তোদের জন্য #ঈদ_মোবারক ।)




ইনজামাম
তা-১৫/০৬/১৮
রাত-১২:৪০

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...