Monday, March 19, 2018

খুব মনে পরে বন্ধু তোদের ।


                     স্কুল বা ছোট বেলার দিনগুলো তে হুট করেই বন্ধুত্ব হয়ে যেতো...
যেই ছেলেটা লুকোচুরি খেলার সময় চোর হয়ে আমার পিছনে টানা ৫ মিনিট ছুটেছিল, সে আমার বন্ধু হয়ে গিয়েছিল ...
ছোট্ট চুলের ঐ মেয়েটা একটা চুইংগাম দিয়েছিল ক্লাস টু তে, সেদিনই আমার বন্ধু হয়ে গেছিল...
পাশের বেঞ্চের ছেলেটা চুপচাপ বসে থাকতো সারাদিন, কারণ ছাড়াই সেও আমার বন্ধু হয়ে গেলো
আর মারামারি করা সেই গুন্ডা ছেলেটাও অদ্ভুত ভাবে পরের দিনেই বন্ধু
.
কি সহজ, কি সুন্দর ছিল সেসব বন্ধুত্ব !!
ছিল ... সব ছিলো !!
এখনকার বন্ধুত্বেও সবই আছে ... শুধু "সহজ" - নামক জিনিসটা নেই !!
এখন আর বন্ধুরা "আড়ি" করে না, কিন্তু বাইরে থেকে "ব্যস্ততা" নামক একটা অজুহাত দিয়ে ভুলে যেতেও সময় নেয়না
এখনো বন্ধুরা "রাগ" করে... কিন্তু "রাগ" দেখিয়ে দুটো কথা বলে না ... "Ignore'' করে ... যেটা সব থেকে খারাপ লাগে

এখন বন্ধুরা বন্ধুকে ভুলে যায় ... "Girlfriend" বা "Boyfriend" নিয়ে জগত সাজিয়ে নীরবে জানিয়ে দেয় "এখন আর তোদের দরকার নেই "
ফেলে !!
কেউ এখন আর সরাসরি কিছু বলে না আগের মত ... কপাল কুচকে বলে না....
"তুই আমার Sticker কেন নিলি ?"
"তুই আমার Tiffin টা কেন খেলি?"
সবাই বড্ড Mature ... সবার বড্ড বেশিই Ego... সবাই সবাইকে "বুঝে নেয়" ... বুঝে নিতে গিয়েই ভুল হয়ে যায় ... ইংরেজিতে যাকে বলে "MISUNDERSTANDING"
সবকিছু বড্ড বেশিই জটিল হয়ে গেছে ... চিন্তা, ভাবনা, কথা, কাজ ... সব ... আমরা কেউ কাউকে সরাসরি জিজ্ঞেস করি না "কেন এটা করলি ??"
আমরা মনে মনে ভেবে নিই -
"সে কেন এটা করলো ?? নিশ্চয়ই......"
আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে চোখের দিকে তাকিয়ে "আড়ি" নেয়ার দিনগুলোই বোধ হয় ভালো ছিল ... At Least কারণটা তো জানতাম !!
ছোট্ট বেলাটার ছোট্ট জামাটাই বেশ ছিল গাল টিপে আদর খাওয়া টাই বেশ ছিল,
এখন হুট করে চোখের সামনে "ADD FRIEND" অথবা "UNFRIEND" বাটনটা যখন সামনে চলে আসে , কারণ খুঁজতে খুঁজতে মনে পড়ে যায়
ভুল করেই মনে হয় বড় হয়ে গেছি....
 
        এখন জীবনের প্রতিটি মুহূর্ত তোদের সঙ্গে ফেলে আসা সেই দিনগুলো খুব miss করি রে ।

                  "আগে বন্ধুরা
                   একসাথে হয়ে
                   প্ল‍্যান  করলাম ,
               আর ,
                    এখন ববন্ধুরা 
                    একসাথে
                    হওয়ায় জন্য আগে থেকেই
                    প্ল‍্যান করতে হয় "।

       আজ হয়তো তোদের থেকেও অনেক দূরে আছি ,কিন্তু আগে মতোই তোদের ভালোবাসি । বন্ধু তুরা ভালো থাকিস ।



● ই ন জা মা ম 

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...