Friday, November 16, 2018

দেখতে দেখতে পাঁচটা বছর চলে গেল ।

আমি মানুষটা কেমন জানিনা।লেখালেখির একটু অভ্যাস আছে, তাই লিখছি।কেমন হয় জানিনা, আনন্দ পাই মনের কথাগুলো ব্যক্ত করতে পেরে। 


দেখতে দেখতে চলে গেল পাঁচটা বছর

মনের ভিতর খালি খচর ভচর।

আমাদের সেই কত কথা

আনন্দ, দুঃখ আর কত ব্যাথা।



আমি হলাম এক শয়তানের লাঠি

তোরা সব নেড়েছিস কলকাঠি।

সেই সব দিনের কত মজা

বাজাতাম মানুষের ব্যান্ড বাজা।



বন্ধুরা, তোরা কে কোথায় আছিস

যোগাযোগ অবশ্যই রাখিস।

ভুলে যাস না কেউ কাউকে

আজ, পরশু কিংবা আগামী কালকে।



রঙিন দিনগুলো

কি করে ভুলি বলো...

চলে গেল আস্তে করে

সময়ের বাসে চড়ে

সবার মন করে কালো।


পাোস্ট - ইনজামাম 

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...