Saturday, April 21, 2018

আমায় মুক্তি দাও,হে ব্যস্ততা ।


আমার স্বপ্নহারা নীল আকাশ,
স্বপ্ন খুঁজি পথে প্রান্তরে
কাঠ ফাঁটা রোদে শুকিয়ে গেছে স্বপ্ন
ক্ষুধায় তৃষ্ণায় জীর্ণ শীর্ণ
মৃত প্রায় স্বপ্ন ,
বাস্তবতার আঘাতে ।


ঘুরে ফিরে সামনে আসে ,
স্বপ্নবাজ শৈশবের সোনালী রোদ্দুর
আদিগন্ত বিস্তৃত স্বপ্নের মাঠ
চঞ্চলা নদীর ঢেউরের স্বপ্নের ভেলা
রঙ্গীন কাগজে মোড়া -
চোখ জোড়া যেন স্বপ্নের কারখানা ।


আর একবার ফিরে পেতে চাই
সেই সোনালী শৈশব ।
সেই স্বপ্নের মাঠ ঘাট আর নদী
আবার ফিরে পেতে চাই ।
সেই রঙ্গীন কাগজে মোড়া স্বপ্নের কারখানা ।

আমি আরো একবার-
উন্মুক্ত চাঁদের আলোর রূপালী আভায়
মুক্ত বিহঙ্গ হয়ে উড়তে চাই ।

আমায় মুক্তি দাও
হে ব্যস্ততা
আমায় মুক্তি দাও ।


✍ ইনজামাম-উল 
তারিখ - ২২.০৪.১৮
  রাত - ২.০৩

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...