Wednesday, January 10, 2018

স্মৃতির পাতায় আজও সেই দিনগুলো উজ্জ্বল ।

এক সময় একা স্কুলে যেতে ভয় পেতাম,
আজ একা একাই জগৎ ঘুরে বেড়াই | তখন ক্লাসে প্রথম হওয়ার
জন্য পড়তাম; বুঝতাম না জীবন নামে কি ?
এখন অর্থের পেছনে ছুটে বেড়াই। আগে একটু আঘাতে কেঁদে
ফেলতাম আজ ভাঙা হৃদয় নিয়েও হাসি., আগে বন্ধুর জন্য প্রাণ
দেবার শপথ নিতাম .... আজ ব্যস্ত জীবনে ,বন্ধুর কথা মনে-ই পরেনা  !
আগে একটুতেই ঝগড়া , একটুতেই মিলন হত | আর আজ অল্প কথাই
সম্পর্ক শেষ হয়ে যায় ।
সত্যিই,জীবন কিছু শিখিয়ে দিল........
বোঝার আগেই জীবন কত বড করে দিলো...। বড়ো হওয়ার স্বপ্নে শৈশব
কাটিয়ে দিলাম । আজ একটাই দুঃখ, কেনো শৈশবকে হারালাম ।

(হারানোর মধ্যে দিয়ে অনেক কিছুই পেয়েছি । হয়তো , জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছি বলেই ,আজ এই মূল্যবান জীবনটা পেয়েছি । )

By,
    ইনজামাম উল 
 

No comments:

Post a Comment

বাকি জীবনটা তোমার হাত ধরে চলতে চায় ।

আজকের দিনটা অন্য দিনের মতো না ।  কেননা বারটা ছিল  12/07/19 সপ্তাহে সেরা দিন শুক্রবার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাতোয়ারার সাথে দেখা হওয়া । ...